ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
এবার বাংলার বেসবলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ভারতের এক নম্বর জিমন্যাস্ট দীপা কর্মকার। আর তাই ৩১শে মার্চ কলকাতায় এসে বেসবলে মাতলেন ভারতের এক নম্বর জিমন্যাস্ট দীপা কর্মকার। এদিন বেসবল মাঠে তাঁর অন্যতম রূপ দেখতে পান সকলে সাথে ছিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী।
সম্প্রতি চোট লাগার দরুন অস্ত্রপাচার হওয়ায় সামনের কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ান দীপা। তবে লক্ষ্য এশিয়ান গেমস। পাশাপাশি তিনি জানান, দুমাস পরেই পুরো দমে ফের ফ্লোরে নামবেন দীপা।
বর্তমানে দীপা প্রদুনোভা করছেন না বরং নতুন এক ভল্ট ব্যবহার করছেন। তবে প্রদুনোভার প্রাথমিক দিক গুলি ব্যবহার করছেন দীপা। এমনটাই জানান দীপার ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী।
You May Share This