35 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত ১ ব্যক্তি

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

প্রাতঃ কৃত করতে গিয়ে হাতির হামলায় মৃত ১ ব্যক্তি। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার চাঁদাবিলা রেঞ্জের বড়নেগুই অঞ্চলের পুকুরিয়াগ্রামে। বনদফতর সুত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম প্রমথ রানা (৫৩)। বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়া গ্রামেই।

সুত্রের খবর, এদিন ভোর ৫ টা নাগাদ প্রমথ বাবু প্রাতঃকৃত করার জন্য গ্রাম লাগুয়া একটি জঙ্গলে গিয়েছিল। সেই সময় হাতির সামনে পড়ে যায় তিনি। এরপর হাতি শুড়ে ধরে আছড় মারলে একটি হাত ও পা ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর অবস্থায় প্রথমে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান পরে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

বনদফতর সুত্রে জানা যায়, ওড়িশা সীমান্তবর্তী এলাকার কেশর রেখা জঙ্গলে ২৫ থেকে ৩০ টি হাতির দল রয়েছে। এছাড়াও চাঁদাবিলার জঙ্গলে ২ টি এবং নয়াগ্রামের জঙ্গলে ৩ টি হাতি রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটি মাকনা হাতিও রয়েছে বলে জানা যায়। তবে প্রাথমিক অনুমান মাকনা হাতির হামলায় মৃত্যু হয়েছে প্রমথ বাবুর।

খড়্গপুর বনবিভাগের আধিকারিক অরূপ মুখ্যোপাধ্যায় বলেন, বনদফতরের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা ক্ষতিপুরন দেওয়া হবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles