Tuesday, March 28, 2023
spot_img

১০ সেকেন্ডের মধ্যে চিনে ভেঙে পড়ল ১৫ তলা বিল্ডিং

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

চিনের সংবাদমাধ্যম পিপল’স ডেইলের পোস্ট করা ভিডিও টুইটে দেখা যাচ্ছে চিনের চেংদু শহরে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে একটি বহুতল।

সুত্রের খবর, ১৫০ ফুটের ওই ভবনটি ২০ বছরের পুরনো। তাই ভেঙে ফেলা হয়। তবে বহুতলটি ভাঙার আগে গোটা এলাকাটি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। মূলত ডিনামাইট বিস্ফোরণ করে বহুতলটি ভাঙা হয়। এরপর বহুতলটি ভাঙায় চারপাশ ধুলোয় ঢেকে গেলে তা দূর করতে জলকামান ব্যবহার করেন দমকল কর্মীরা। উল্লেখ্য বহুতলটি ভাঙা হয় তাঁর কারন ওই স্থানে শপিং মল, পার্ক, হোটেল, অফিস তৈরি করা হবে।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles