32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

আদিবাসী শিকার উৎসবকে ঘিরে উৎকন্ঠায় বনদফতর

সন্দীপ ঘোষ, ঝাড়খন্ড:

ঝাড়খন্ডের আদিবাসী শিকার উৎসব কে ঘিরে উৎকন্ঠায় বনদফতর। ইতিমধ্যেই বছর ৪৫ এর মঙ্গল হাঁসদা নামে ১জন শিকারী অসুস্থ হয়ে মারা যান এবং আহত হন ১ জন । এদের বাড়ি মোহনপুরে। ২৭শে মার্চ কয়েক হাজার শিকারি সকাল থেকে লালগড় এলাকায় জমায়েত হয় জঙ্গলে ঢোকার জন্য।

অপরদিকে বাঘের জন্য লালগড় জঙ্গলে শিকারীদের ঢোকা নিষেধ করে বন দফতর। বন দফতরের উদ্যোগে শিকারীদের বার বার অনুরোধ করা হয় জঙ্গলে না ঢুকতে। এর দরুন মাইকে প্রচারও চালানো হয়। লালগড় পুলিশের তরফ থেকে বিভিন্ন পয়েন্টে ফোর্ষ মোতায়েন করা হয়। তবে কিছু সময় পড়ে একটা বড় অংশের শিকারিকে ফেরানো গেলেও কিছু শিকারি জঙ্গলে প্রবেশ করে। তাদের কে কিভাবে ফেরানো যায় তারি প্রচেষ্টা চালাচ্ছেন বন ও পুলিশ প্রশাসন।

প্রসঙ্গগত কামরাঙ্গির জঙ্গলে বাঘ আছে সেই সন্দেহে কামরাঙ্গি জঙ্গলকে বনদফতরের কর্মী ও পুলিশ প্রশাসন ঘিরে রেখেছেন। আপাতত মেদিনীপুর বনবিভাগের এ ডি এফ ও পূরবী মাহাত ও বিদিশা বসাক সরজমিনে থেকে গোটা ঘটনাটি তদারকি করছেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles