27 C
Kolkata
Saturday, March 23, 2024
spot_img

হস্টেলে স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকতে দেখে ৪০ জন ছাত্রীর পোশাক খুলে পরীক্ষা

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

২৫শে মার্চ মধ্যপ্রদেশের ডক্টর এইচ এস গৌর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকতে দেখে ৪০ জন ছাত্রীর পোশাক খুলে পরীক্ষা করলেন ওয়ার্ডেন। অভিযোগ, হস্টেলের কোন মেয়ের মাসিক হয়েছে, সেটা খতিয়ে দেখতেই এই পরীক্ষা। মূলত এরপরই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আর.পি তিওয়াড়িকে অভিযোগ জানান ছাত্রীরা।

সুত্রের খবর, ঘটনার খবর পাওয়ার পর সহ-উপাচার্য শুধু ক্ষমাই চাননি, ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন। তাঁর কথায় এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি প্রতিটি পড়ুয়ার কাছে এই ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন। অপরদিকে ওয়ার্ডেনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। এমনকি হস্টেলের কেয়ারটেকারও সমস্ত কিছু অস্বীকার করেন। যদিও হস্টেলের সহ-উপাচার্য ঘটনার তদন্তের আশ্বাস দেন। পাশাপাশি অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles