ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
এবছর ২৭শে মার্চ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকে পরীক্ষার আগে প্রশ্নপত্র সহ বিভিন্ন কাণ্ডের জেরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। মূলত গত বছরের থেকে পরীক্ষার্থী বেড়েছে ৫৩ হাজার। তবে এবছর ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ৫৭ হাজার ৫৩৪ জন বেশি।
উল্লেখ্য এবছর প্রথম উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র হিন্দিতে হয়। অপরদিকে উচ্চমাধ্যমিকের পাশাপাশি একই দিনে শুরু হয়েছে অভিন্ন প্রশ্নপত্রে একাদশের বার্ষিক পরীক্ষা।