30 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

মন্ত্রীর নিদের্শে মরা মুরগি বিক্রীর অভিযোগ খতিয়ে দেখছেন প্রতিনিধি দল

শান্তনু বিশ্বাস, বাদুড়িয়া:

সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া শহরে রমরমিয়ে মরা মুরগি নিয়ে অসাধু ব্যবস্থা চলছিল। ইতিমধ্যেই এই কান্ডে বেশ কয়েকজনকে আটক করেন পুলিশ।

অভিযোগ, স্থানীয় অসাধু ব্যবসায়ী মরা মুরগি মেডিসিন দ্রব্য ব্যবহার করে তাতে থার্মোলিন মিশিয়ে বড়ো বড়ো লাল বাস্কো করে গভীর রাতে তা কলকাতার উদ্দেশ্য যেত এবং বিভিন্ন হোটেলে সাপ্লাই করত। মূলত এর জেরেই ২৫শে মার্চ রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে জেলার সভাপতি রেহেনা খাতুনের নেতৃত্বে এক প্রতিনিধি দল বাদুড়িয়ায় আসেন। জেলা সভাপতির সঙ্গে ছিলেন জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, বাদুড়িয়া বিডিও সূপর্ণা বিশ্বাস, বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তুষার সিংহ। পাশাপাশি এদিন তারা ঘটনাস্থলগুলি ঘুরে দেখে গ্রামের মানুষদের নিয়ে সচেতনতামূলক কিছু আলোচনাও করেন।

অপরদিকে জেলা পুলিশ জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় মরা মুরগি নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। ইতিমধ্যে এই কান্ডের মূল অভিযুক্ত সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ২৫শে মার্চ রাতে বাদুড়িয়া থানার আরশুলা থেকে এই কান্ডের মূল অভিযুক্ত মনিরুল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুরেই ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টির তদন্তে প্রাশাসন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles