ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৪শে মার্চ রাতে মালদার হরিশচন্দ্রপুর রেল স্টেশন এলাকায় চালের গুদামের চাবি নিয়ে শ্রমিক ও মালিকের বচসার জেরে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম রুহুল আমিন। বর্তমানে আহত ব্যক্তিটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার করা হয়নি।
সুত্রের খবর, আহত রুহুল আমিন পেশায় ব্যবসায়ী। হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে তাঁর একটি চালের গুদাম রয়েছে। স্থানীয় কয়েকজন মিলে তাঁরা ওই চালের গুদামটি খোলেন। এদিন রাতে ওই গুদামের শ্রমিকদের মধ্যে বচসা বাধে। রুহুল আমিনও বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, সে সময় হায়দার আলি, জামির আলি সহ কয়েকজন শ্রমিক তাঁর কাছ থেকে গুদামের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে। চাবি না দেওয়ায় তাঁকে মারধর করা হয়। এরপর তারা তাঁকে গুলিও করে বলে অভিযোগ। রুহুল আমিনের বাঁ হাতের কবজিতে গুলি লাগে।
এরপরই গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই রুহুল আমিনকে স্থানীয় হরিশচন্দ্র গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে ঘটনার দিন রাতেই তাঁকে মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয়।
অপরদিকে অভিযুক্ত হায়দার ও জামিরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেননি।