শান্তনু বিশ্বাস, বসিরহাট:
৪ ঠা ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার অন্তর্গত সোলাদানা হরিহরপুর এলাকায় ভুও নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়ে ধরা পরল এক বাংলাদেশি নাগরিক । ধৃতের নাম অবদুল্লা গাজী ।
পুলিশ সুত্রে খবর, ধৃত আবদুল্লার আসল বাড়ি বাংলাদেশের সাতক্ষিরা জেলার কাশিমারি এলাকায়। মূলত পাসপোর্ট করার উদ্দেশ্যে প্রয়োজনীয় নথি জমা দেয় সে, এবং ৩রা ফেব্রুয়ারি সেই সব নথি দেখার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবদুল্লাকে ডেকে পাঠানো হয় ৷ এরপর পুলিশি তদন্তে সেই সব নথিপত্র জাল প্রমানিত হওয়ায় অবদুল্লাকে আটক করে বসিরহাট থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্ত সুত্রে খবর, আবদুল্লার বাড়ি বাংলাদেশের সাতক্ষিরা জেলার কাশিমারি এলাকায় , সেখানে তার আসল বাবা- সামসের গাজী এবং তার পরিবার বসবাস করে ৷ আবদুল্লা গত পাঁচ বছর আগে ভারতে চলে আসে এবং এখানে বসিরহাট সোলাদানা এলাকায় বসবাস শুরু করে। পেশাগত ভাবে আবদুল্লা সোলাদানা বাজারে সব্জির ব্যাবসা শুরু করে। এমনকি বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে আসার পর ইসমাইল গাজির মেয়ের সাথে বিয়ে করে ঘর জামাই থাকে সে ৷ আর এদিন এলাকার ইসমাইল গাজি ও মেহেরাম বিবিকে বাবা ও মা সাজিয়ে ভারতিয় আধার কার্ড , প্যান কার্ড , ভোটার কার্ড তৈরি করেছে ৷ সেই সব নথি দিয়েই পাসপোর্ট তৈরি করতে দিয়েছিল আবদুল্লা ৷ এরপর ঘটনার দিন রাতে আবদুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ইসমাইল গাজি ও মেহেরাম বিবির খোঁজ করছে পুলিশ ৷ এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ধৃত আবদুল্লাকে ।