Webdesk, Bengal Today:
Thank you for reading this post, don't forget to subscribe!
৩রা ফেব্রুয়ারি রাত ৯ টা নাগাদ মহারাষ্ট্রের পুনে-মুম্বই হাইওয়েতে ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা ৫।
পুলিশি সুত্রে খবর, গাড়িটিতে মোট সাতজন ছিলেন। তাঁদের মধ্যে ৬ জন মহিলা। দুর্ঘটনায় ঘটনাস্থানেই মৃত্যু হয় চালকসহ ৫ জনের। মূলত ঘটনায় গুরুতর আহত ২ মহিলাকে লোনাভলার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় মৃত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। এমনকি এই ঘটনায় মৃতদেহ বিকৃত হয়ে যাওয়ায় শনাক্তকরণ করতেও সমস্যায় পড়েন পুলিশ।
মূলত পুলিশের প্রাথমিক তদন্ত অনুসারে জানা যায়, এদিন রাত ৯ টা নাগাদ ট্রাকটি লোনাভলার দিকে যাচ্ছিল, অন্যদিকে গাড়িটি মুম্বইয়ের দিকে যাচ্ছিল। এক্ষেত্রে পুলিশ অফিসার চন্দ্রকান্ত যাদব বলেন, গাড়ির যাত্রীরা একটি রিসর্টের কর্মী ছিলেন। তাঁরা গাড়িতে চেপেই বাড়ি ফিরছিলেন। আর ঠিক সেই সময় মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে ৪ জন সিকিম ও ১ জন মহারাষ্ট্রের বাসিন্দা।
অপরদিকে একই রকম দুর্ঘটনায় ঘটে পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে। সেক্ষেত্রেও দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন ৩ জন। তাঁরা মহারাষ্ট্রের কোলাবারের বাসিন্দা।