সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:
Thank you for reading this post, don't forget to subscribe!
বিদ্যুৎ এর মাশুল ৫০ % কমাতে হবে, জঙ্গলমহল এলাকার অধীনস্ত ঝাড়গ্রাম, মানিকপাড়া,বিনপুর,বেলপাহাড়ী,জাম্বনী, গোপিবল্লভপুর,নয়াগ্রাম,সাঁকরাইল কাস্টমার কেয়ার সেন্টারের অধীনস্ত গ্রাহকদের ত্রুটিপূর্ণ বিল সংশোধন করে এলপি এসসি মুকুব করতে হবে,ত্রুটি পূর্নবিল সংশোধন না করে লাইন কাটা চলবে না ও গ্রাহকদের সুবিধার্থে ১২ কস্তিতে বিল পরিশোধের সুযোগ দিতে হবে, বিদ্যুৎ এর বাঁশের খুঁটির পরিবর্তে পাকা করতে হবে।
বিদ্যুৎ বিল মাতৃভাষাতে করতে হবে। সহ আট দফা দাবি নিয়ে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে এদিন ঝাড়গ্রাম জেলার বিদ্যুৎ ডিভিশনাল ম্যানেজারের কাছে এক স্মারক লিপি জমা দেওয়া হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘ডিভিশনাল ম্যানেজার যদি শান্তিপূর্ণ ভাবে এই সমস্যা সমাধান করে নেয় তাহলে খুব ভালো হয় নচেৎ আমরা আইন অমান্য কর্মসূচি নিয়ে আগামী দিনে বিদ্যুৎ অফিস ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনে নামবো।’