31 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বেলপাহাড়িতে চিকিৎসার গাফিলতিতে মৃত ১ শিশু

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল আড়াই বছরের শিশু কন্যার। আর এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেলপাহাড়ী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। ২২ শে মার্চ রাত্রি বেলায় চিকিৎসার গাফিলাতিতে ক্ষুদে শিশু মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ দেখাল রোগীর আত্মীয় পরজিনেরা।

পুলিশ সুত্রে খবর, মৃত ওই শিশুর নাম পারসি বাহা হেম্ব্রম (আড়াই বছর)। বেলপাহাড়ী থানা এলাকার চুটিয়া ভুদরী গ্রামের বাসিন্দা। সুত্রের খবর, কৃষ্ণপদ হেম্ব্রমের আড়াই বছরের শিশুকন্যাকে জ্বর, বমি, পায়খানা নিয়ে এদিন দুপুর একটা নাগাদ বেলপাহাড়ী গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সন্ধ্যে ৬ টা নাগাদ মৃত্যু হয় শিশুটির। মৃত্যুর খবর গ্রামে পৌছানোর পর মৃত শিশুর আত্মীয় পরিজনেরা হাসপাতাল চত্বরে ভীড় করতে থাকে এবং চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতাল চত্বরে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে বেলপাহাড়ী থানার ডিএসপি ত্রিদিপ সরকার ও আইসি দয়াময় মাঝির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশি আশ্বাসে পরিস্থিতি আয়ত্বে আসে।

পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর থেকে শিশুটির কোনও চিকিৎসা করা হয়নি। কার্যত এক প্রকার বীনা চিকিৎসায় মৃত্যু হয় শিশুটির।

অপরদিকে হাসপাতাল সুত্রে জানা যায়, দুপুর ১ টা নাগাদ বর্হিবিভাগে চিকিৎসা করিয়ে ভর্তি করেন রোগীর আত্মীয়রা। এদিন সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার রাউন্ডে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। প্রাথমিক রিপোর্টে চিকিৎসক জানিয়েছেন খাদ্যনালীতে খাওয়ার আটকে যাবার করনেই শিশুটির মৃত্যু হয়েছে।

এবিষয়ে ঝাড়গ্রাম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাঝি বলেন, এখনো পর্যন্ত আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles