সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:
মাছ ধরতে গিয়ে পাথর চাপা পড়ে মারা গেল এক ব্যক্তি। মৃতের নাম সামায় হেম্ব্রম (২৪)। ঘটনাটি ঘটে নয়াগ্রাম থানার অন্তর্গত হাড়িমারী গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন দুপুর ২টো নাগাদ নয়াগ্রামের হাড়িমারী গ্রামে একটি খাল রয়েছে। সেই খালে পাড়ার প্রায় ১৫ জনকে নিয়ে মাছ ধরতে যান সামায় হেম্ব্রম। ঠিক সেই সময় সামায় খালের নীচের দিকে যায় কারন সেখানে মাছ আছে এবং খালের পাথরে হেলান দিলে তৎক্ষনাৎ পাথর পড়ে যায় সামায় এর উপর। ঘটনাস্থলেই সামায়ের মৃত্যু হয়। বর্তমানে ঘটনার তদন্তে নেমেছে নয়াগ্রাম থানার পুলিশ।
You May Share This