ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
কান থেকে সোনার দুল খুলে দিতে বলে স্বামী। কিন্তু স্ত্রী রাজি না হওয়ায় তাঁর যৌনাঙ্গে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে স্বামী। ঘটনাটি ঘটে পাকিস্তানের ডেরা গাজি খাঁয়ে।
সুত্রের খবর, ঘটনার দিন মহিলার বাড়ির পাশ থেকে তাঁর ভাই এবং বাবা জামিল আহমেদ পাশের গ্রামে যাচ্ছিল। ঠিক সেই সময় তাদের মেয়ের আর্তনাদ শুনতে পান তাঁর বাড়ি থেকে। এরপর বাড়ির সামনে গিয়ে দেখেন মেয়ের বাড়ির দরজা বন্ধ।
অভিযোগ, তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মেয়ের গোপনাঙ্গে তাঁর স্বামী ছুরি দিয়ে আঘাত করছে এবং রক্তে সারা ঘর ভেসে যাচ্ছে। এমনকি সেদিন তাঁর স্বামীর সাথে ঘরে অপর একজন ব্যক্তিও ছিল কিন্তু তারা ঘরে ঢোকার সময় অপর আর একজন ব্যক্তি চম্পট দেয়।
এছাড়া জামিল আহমেদ আরও জানান, তাঁর মেয়ের সন্তান না হওয়াতেও স্বামী মারধর করত তাঁকে। ইতিমধ্যে স্থানীয় তেহসিল হেডকোয়ার্টার্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা মহিলা। বর্তমানে অভিযুক্তকে জেরা করছে পুলিশ।