36 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

ভুল স্বীকার করে নিরাপত্তা ব্যবস্থা কঠোরের প্রতিশ্রুতি জুকারবার্গের

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

তথ্য ফাঁস কান্ডে অবশেষে মুখ খুললেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। ২২শে মার্চ ফেসবুকে নিজের পেজে একটি লেখা পোষ্ট করে তিনি বড়সড় ভুলের কথা স্বীকার করেন। তাঁর কথায়, "তথ্য ফাঁস ঠেকাতে আমরা বহু আগেই ব্যবস্থা নিয়েছিলাম। তবুও ভুল হয়েছেই। ভুল শুধরে নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

জুকেরবার্গের দাবি, "ভারত-সহ কোনও দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার কোনও অভিপ্রায় ফেসবুকের নেই।" তবে তাঁর এই চিঠিতে সকল অভিযোগ থেমে যাবে তা নয়, বরং একের পর এক অভিযোগের ঢেউ আছড়ে পরছে।

অভিযোগ, কেমব্রিজ অ্যানালিটিকা নামের সংস্থা ফেসবুকের ডেটাবেস থেকে পাঁচ কোটি ইউজারের তথ্য হাতিয়ে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে সাহায্য করেছিল। এমনকি বিজেপি এবং কংগ্রেস একে অন্যের বিরুদ্ধে অ্যানালিটিকার কাছ থেকে নির্বাচনে সাহায্য নেওয়ার অভিযোগ তোলে। এদিন দিনভর কংগ্রেস-বিজেপি চাপানউতোরে উত্তাল হয়েছে সংসদ।

এক্ষেত্রে জুকারবার্গ ফেসবুকে জানান, এই ঘটনা ভারতের নির্বাচনকে যাতে প্রভাবিত না করতে পারে, তার দিকেও নজর রাখা হবে। এবং "যে সব অ্যাপ ফেসবুকের সঙ্গে যুক্ত, তাদের কাজকর্ম খতিয়ে দেখা হবে। দরকার পড়লে তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে ফেসবুক ।"

এর পাশাপাশি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সেশ্যাল মিডিয়া সাইটের নিরাপত্তা আঁটোসাঁটো করতে আরও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। লিখেছেন, আগামী মাসেই ফেসবুকে আসছে একটি নতুন টুল। যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী নিজেই দেখে নিতে পারবেন, কোন কোন অ্যাপের সঙ্গে তিনি ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles