ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
ব্যাঙ্ক ঠকানোর অভিযোগ উঠল কনিষ্ক জুয়েলার্সের বিরুদ্ধে। অভিযোগ, এই গয়না বিক্রেতা সংস্থা স্টেট ব্যাঙ্ক সহ ১৪টি ব্যাঙ্ককে ৮২৪ কোটি টাকা ঠকিয়েছে। সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, ইতিমধ্যে ঘটনার তল্লাশি চলছে।
সিবিআই জানান, চেন্নাইয়ে কনিষ্ক জুয়েলার্সের নানা ঠিকানায় তল্লাশি চালিয়েছেন তারা। এসবিআই অভিযোগ করেছে, ১৪টি ব্যাঙ্ককে অন্তত ৮২৪.১৫ কোটি টাকা ঠকিয়েছে এই সংস্থা। তার ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে ।
পাশাপাশি কনিষ্কর মালিক ভূপেশ জৈন, তাঁর স্ত্রী ও সংস্থার পরিচালক নীতা জৈন, ব্যবসার সহযোগী তেজরাজ আছা, অজয় কুমার জৈন, সুমিত কেডিয়া সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছে সিবিআই। রয়েছে সরকারি কর্মীদের নামও।