Webdesk, Bengal Today:
এবার দিল্লীর পর কেঁপে উঠল মহারাষ্ট্র। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪ ।
২রা ফেব্রুয়ারি সকালে হঠাৎ মহারাষ্ট্রের সাঁতারায় ভুমিকম্প অনুভূত হয়। আর এই কম্পনের জেরে মানুষ তড়িঘড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গগত ৩১ শে জানুয়ারি দুপুরে ১২.৪২ মিনিট নাগাদ গোটা উত্তরভারতে ভুমিকম্প অনুভূত হয়। আর এই কম্পনের জেরে কেঁপে ওঠে শ্রীনগর থেকে দিল্লী। রিখটার স্কেলে যার মান ছিল ৬.১।