31 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

বিসমিল্লার জন্মদিনে ডুডলের মাধ্যেমে গুগলের শ্রদ্ধাজ্ঞাপন

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

২১ শে মার্চ বিসমিল্লা খাঁ-র ১০২তম জন্মদিন। আর তাই গুগলের হোম পেইজে ডুডলের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান গুগল। যেখানে দেখা যাচ্ছে সানাইবাদনরত বিসমিল্লাকে। সানাইয়ের সুরকে রসির আকারে দেখানো হয়েছে সেখানে। সেই রসিই বেঁধে রখেছে গুগলের অক্ষর গুলিকে। এরপর পিছন থেকে শিল্পীর উপর এসে পড়েছে আলো। সেই আলো-আঁধারিতে স্পষ্ট বিসমিল্লার পিছনে মুঘল শিল্পকলা।

উল্লেখ্য ১৯১৬ সালের ২১ মাস বিহারের বক্সার জেলায় জন্মেছিলেন বিসমিল্লা খাঁ। ২০০৬ সালে ৯০ বছর বয়সে প্রয়ান হয় তাঁর। বিহারে জন্ম হলেও তাঁর তালিম ও পেশাদারি জীবন কাটে বানারসিতে। মার্গসঙ্গীতের ধারায় সানাইবাদন জনপ্রিয় হয় তাঁর হাত ধরেই। বিসমিল্লা খাঁ তাঁর ধুনের তানাবানায় এক সুতোয় বেঁধেছে গোটা হিন্দুস্তানকে। এমনকি স্বাধীনতার প্রথম প্রহরে তাঁর সানাই মনে করিয়েছে ভারতের গঙ্গা-যমুনা সভ্যতার ঐতিহ্য।

 

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles