ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
২০শে মার্চ উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া স্টেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বন্ধুদের সাথে বচসা বাধে। এরপর বচসা ক্রমে বাড়লে পরীক্ষার্থীকে মারধর করে তাঁর বন্ধুরা। ঘটনার জেরে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতের নাম রাহুল বর্মা। আপাতত এই ঘটনার জেরে ১ জনকে গ্রেফতার করে পুলিশ।
সুত্রের খবর, এদিন মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বন্ধুদের সাথে বচসা বাধে রাহুল বর্মা নামে ওই পরীক্ষার্থী। অভিযোগ, বচসার জেরে বন্ধুরা তাকে বেধড়ক মারধর করে। পরে রাহুলকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালেই মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। বর্তমানে এই ঘটনার জেরে নৈহাটি জিআরপি-তে অভিযোগ দায়ের হলে সেই অভিযোগের ভিত্তিতে মৃতের ১জন বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে পরীক্ষার্থী রাহুল বর্মার আগেও গোলমাল বেঁধেছিল। তবে এই খুনের পিছনে কোন পুরনো আক্রোশ আছে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।