পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
নবগঠিত বুনিয়াদপুর পুরসভার নিজস্ব ভবন নির্মানের জন্য উদ্যোগ নিল পুরদপ্তর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এজন্য পুরদপ্তর প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করেছে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে গঠিত বুনিয়াদপুর পুরসভার নিজস্ব ভবন না থাকায় পুরনো শিবপুর পঞ্চায়ের অফিসেই অস্থায়ীভাবে পুরসভার কাজ শুরু হয়। বুনিয়াদপুরের পীড়তলায় অবস্থিত বর্তমান এই পুরসভা এইবার পাকাপাকিভাবেই নিজস্ব ভবন পেতে চলেছে।পুরভবনের জন্য কর্তৃপক্ষ নারায়ণ পুরে বিএলআরও অফিসের পাশে দুই একর সাত শতক জায়গা নিয়েছে। সেখানেই অত্যাধুনিক ভবন নির্মান করা হবে।
পুরসভার চেয়ারম্যান তৃণমূলের অখিল বর্মন বলেন, আমরা পুর ভবন নির্মানের জন্য অর্থ বরাদ্দ করেছি। এরমধ্যেই কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। অতি দ্রুত আমরা নারায়ণ পুরে নিজস্ব ভবনে স্থানান্তরিত করব।