33 C
Kolkata
Friday, March 15, 2024
spot_img

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দ্বন্দ্বে আইসিসির সাথে বিসিসিআই

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আবার বিরোধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে- আইসিসি’র এই প্রস্তাবকে নাকচ করে দেয় বিসিসিআই।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকে পিছিয়ে ফের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে নিয়ে এসেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কারন প্রয়াত আইসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মস্তিষ্কপ্রসূত এই ‘মিনি বিশ্বকাপ’ থেকে বড় অঙ্কের অর্থ আমদানি হয় আইসিসি-র। ২০২১ সালে আবার ভারতের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ওই বছর থেকেই ৫০ ওভারের পরিবর্তে ২০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি করার ভাবনা আইসিসি-র। যদিও টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই সায় নেই বিসিসিআইয়ের।

এমনকি বোর্ড মিটিংয়ে যদি আইসিসি এই ধরণের কোনও সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে ভারতীয় বোর্ড তার বিরোধিতা করবে। অপরদিকে ভারত সরকার যদি কর ছাড় না দেয়, সেক্ষেত্রে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছেন আইসিসি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles