ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
২০ শে মার্চ ক্যানিংয়ে মাতলা ব্রিজে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃতের নাম সাজাহান মণ্ডল (১৮)। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা এলাকায়।
সুত্রের খবর, এদিন সকালে মাতলা ব্রিজের উপর তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশে ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল একটি মোটরবাইক। এরপর স্থানীয়রাই ক্যানিং থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক বাইকে করেও কোথাও যাচ্ছিলেন। কোনও ট্রাক বা লরি সামনে থেকে তাঁকে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটেছে। মৃত বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। আপাতত এই ঘটনার তদন্ত শুরু করেছেন ক্যানিং থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয় মৃতের মোবাইল ফোন। ইতিমধ্যে সেই ফোনের সূত্র ধরে পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।