20 C
Kolkata
Thursday, December 7, 2023
spot_img

Suvendu Adhikari: এবার তথ্য ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর – ‘তৃণমূলে ১০০-র বেশি ভুয়ো সার্টিফিকেটে প্রার্থী..’!!

Suvendu on Certificate Scam: একটি সাম্প্রতিক ঘটনায়, শুভেন্দু বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, সংশ্লিষ্ট ভিডিও এবং এসডিও-দের পরিণতি উলুবেড়িয়ার মতো হবে বিষয়ে।

Web Dwsk, Lolkata, 1st August 2023: রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote 2023) ঘিরে ইতিমধ্যেই অভিযোগের পাহাড় জমে উঠেছে। কোথাও নদীর পাড়ে পাওয়া গিয়েছে রাজনৈতিক দলের ছাপ মারা ব্যালট। কোথাও আবার দেদারে ছাপ্পা ভোটের ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। কোথাও বিতর্কিত সিসিটিভি ফুটেজ। উঠেছে বিতর্কের ঝড়। তবে শংসাপত্রের ইস্যুও কমবেশি অভিযোগ উঠে আসছিল জেলায় জেলায়। আর এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) এবার সার্টিফিকেট-দুর্নীতির অভিযোগ তুললেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখানেই শেষ নয়, ১৫ অগাস্টের পর তথ্য ফাঁসের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

এই বিষয় বলতে গিয়ে শুভেন্দু বলেন, ‘পঞ্চায়েতে সংরক্ষিত আসনে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছে। তৃণমূলের ১০০-র বেশি লোক ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছেন। ভোটের সময় যত সার্টিফিকেট দেওয়া হয়েছে অধিকাংশই ভুয়ো। ১৫ অগাস্টের পর তথ্যপ্রমাণ ফাঁস করব। সংশ্লিষ্ট বিডিও, এসডিও-দের পরিণতি উলুবেড়িয়ার মতো হবে। ব্যাপক দুর্নীতি হয়েছে, গুচ্ছ গুচ্ছ দুর্নীতি হয়েছে’, অভিযোগ বিরোধী দলনেতার।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles