37 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

পুরোপুরি ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা : বিসিবি প্রধান

মিজান রহমান, ঢাকা:

হাতের মুঠোয় জয়। কিন্তু একটা অনাকাঙ্খিত ওভারের পরে জয় বেরিয়ে গেছে হাত থেকে। দেশের বাইরে ত্রিদেশীয় টুর্নামেন্ট সিরিজ জেতার স্বপ্ন যখন বিলীন হয়ে যায় তখন ভেঙে পড়াটাই স্বাভাবিক। এমনটাই ঘটেছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে। হারের পর পুরোপুরি ভেঙে পড়েছেন ক্রিকেটাররা-বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। কলম্বো থেকে ১৯ মার্চ সোমবার দলের সঙ্গে দেশে ফিরেছেন বিসিবি প্রধান পাপনও। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান বলেন, ‘আমরা ফাইনাল ম্যাচ হেরে গেছি, এ জন্য অনেক কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন। আমি শুধু একটা কথাই বলব, আমাদের ছেলেরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। ওরা অনেক ভেঙ্গে পড়েছিল।’ তবে প্রত্যেকটা ম্যাচে খেলোয়াড়রা বীরের মতো খেলেছে জানিয়ে পাপন বলেন, "এই পুঁজি নিয়ে ছেলেরা যেভাবে লড়েছে তা প্রশংসার দাবি রাখে। শেষ বল পর্যন্ত লড়াই করেছে ওরা। হয়তো কষ্ট দিয়েছে, হতাশ করেছে কিন্তু ওরা বীরের মতো লড়াই করেছে। সেই কারণে আমি তাদের উপর খুশি।" তিনি আরও বলেন, "প্রতিটা খেলোয়াড়ের মধ্যে সেখানে জেতার আত্মবিশ্বাস দেখেছি। ফাইনাল যে এতো ক্লোজ হবে আমরা ভাবিনি...এবার এমন বাংলাদেশকে দেখে খুব ভালো লেগেছে।" ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় রুদ্ধশ্বাস উত্তেজনার ফাইনাল ৪ উইকেটে জেতে ভারত। আরও একটি ফাইনালে বাংলাদেশের সঙ্গী হৃদয় ভাঙা হার। শিরোপাটাই কেবল জিততে পারেনি বাংলাদেশ। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহর দল জিতে নিয়েছে সবার হৃদয়। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটাররা সামনে আরও ভালো করবে বলে আশা প্রকাশ করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles