শান্তনু বিশ্বাস, দেগঙ্গা:
১৮ই মার্চ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় এলাকায় ভোটের আগেই নজরে এল তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ। এদিনই দেগঙ্গা থানার অন্তর্গত হরপুকুরে বৈঠক করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর তারপরই পঞ্চায়েতের টিকিট নিয়ে শুরু হয় ব্যাপক বোমাবাজি সহ গাড়ি,বাড়ী ভাঙ্গচুর।
অভিযোগ, পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে নিজেদের ভিতর মত বিরোধের জেরে এদিন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুগামীদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের সংঘর্ষ বাধে এবং দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। এমনকি এর দরুন কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন লাগানো হয়।
পুলিশি সুত্রে খবর, ঘটনার খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৮টি তাজা বোমা। আপাতত এই ঘটনার জেরে ২ জন অভিযুক্তকে আটক করে পুলিশ।