শান্তনু বিশ্বাস, মিনাখাঁ:
১৮ই মার্চ সকাল ৭টা নাগাদ বসিরহাট মালঞ্চ রোডের নেরুলি এলাকায় সাইকেলে চেপে কাজে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারান যুবক। মৃতের নাম বাপি প্রামাণিক(৩৭) । পেশায় রাজমিস্ত্রী।
সুত্রের খবর, এদিন সকালে বসিরহাট মালঞ্চ রোডের নেরুলি এলাকায় পিছন থেকে একটি পাথর বোঝাই লরি এসে ধাক্কা মারে তার সাইকেলে। এরপর লরির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। পরে স্থানীয়রাই ঘাতক লড়িটিকে আটক করেন। আর এই ঘটনাকে ঘিরে স্থানীয়রা ক্ষোভে ফেটে পরেন এবং প্রায় এক ঘণ্টা বসিরহাট মালঞ্চ রোড অবরোধ করেন।
পুলিশি সুত্রে খবর, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন মিনাখাঁ থানার পুলিশ। এরপর পুলিশ ঘাতক লড়ির চালককে গ্রেফতার করেন এবং লড়িটি বাজেয়াপ্ত করেন। বর্তমানে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।