Bureau Report, Sonarpur, 24 June 2023: পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে রেখেছিল স্বামী। খুনের তিন বছর পর সিআইডির জেরায় খুনের কথা কবুল করতেই উদ্ধার হল স্ত্রীর দেহাবশেষ। ধৃতের বয়ান অনুযায়ী সেপটিক ট্যাঙ্ক থেকে একটি মাথার খুলি, হাড়গোড়, হাতের বালা উদ্বার করে সিআইডি। ঘটনাটি সোনারপুরের। পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, বিগত ২০২০ সালে হঠাৎ নিঁখোজ হন ওই গৃহবধূ। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। কিন্তু সে সময় ওই গৃহবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আদালতে জামিন পেয়ে যায় অভিযুক্ত। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিআইডি। দীর্ঘ জেরার পর সোনারপুরের মিলনপল্লীতে ভাড়ার বাড়িতে থাকার সময় ২০২০ সালে স্ত্রীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ লোপাটের কথা স্বীকার করে অভিযুক্ত।