31 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

সোনার দাম কমল বাংলাদেশে

মিজান রহমান, ঢাকা:

বাংলাদেশের বাজারে সোনার দাম কমল। দেড় মাসের ব্যবধানে এবার ভরি প্রতি সর্বোচ্চ এক হাজার ২৮২ টাকা পর্যন্ত দাম কমেছে। নতুন এ দাম ১৯ মার্চ থেকে কার্যকর হবে। ১৮ মার্চ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি সোনার দাম বেড়েছিল।

বাজুস জানায়, নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ মানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৫০ হাজার ৯৭১ টাকা। ২১ ক্যারেট সোনা ভরি প্রতি ৪৮ হাজার ৬৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ভরি প্রতি ৪৩ হাজার ৬২৩ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির সোনার ভরি কমে দাঁড়াবে ২৬ হাজার ৪১৮ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ টাকা। এর আগে ১৮ মার্চ পর্যন্ত ২২ ক্যারেট সোনা ভরি প্রতি ৫২ হাজার ২৫৪ টাকায় বিক্রি হয়। আর ২১ ক্যারেট সোনা ভরি প্রতি ৪৯ হাজার ৯২২ টাকা ও ১৮ ক্যারেট সোনা ভরি প্রতি ৪৪ হাজার ৬৭৩ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়াও সনাতন পদ্ধতির সোনা ভরি প্রতি ২৭ হাজার ৪১০ টাকা পাওয়া যেত।

এ ব্যাপারে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, দেশের সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। তাই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles