32 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

ঘরে ফিরলেন হুগলির মেহুলি ঘোষ, অভিষেকেই বাজিমাত

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

সম্প্রতি দেশের শুটিং সেনসেশন হয়ে উঠেছেন মেহুলি ঘোষ। ইতিমধ্যেই মেক্সিকোয় আয়োজিত ISSF বিশ্বকাপ থেকে ব্রোঞ্জ পদক জয় করে মেহুলি। এবার তাঁর লক্ষ্য চলতি বছরের মধ্যে সিনিয়রদের বিশ্বরেকর্ড ভেঙে নতুন একটা রেকর্ড গড়া।

ISSF বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় সকলের নজর কেড়েছে মেহুলি ঘোষ। তবে আগামীদিনে তিনি আরও ভালো পারফরম্যান্স করতে চান।

ওয়েস্ট বেঙ্গল স্টেট জুনিয়র চ্যাম্পিয়নশিপে প্রথম নজরে এসেছিলেন মেহুলি। ২০১৪ সালে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে তিনি রুপোর দুটো পদক জয় করেন। আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি অর্জন করলেও, আজও মাটিতে পা রাখতে চান বলে দাবি করেছেন। তিনি বলেন, এখনই প্রশংসার বন্যায় ভেসে যেতে চান না।

মেহুলির কথায়, "আমি জুনিয়র বিশ্ব রেকর্ড কায়েম করেছি। এবার আমি সিনিয়র ওয়ার্ল্ড রেকর্ড কায়েম করতে চাই। এরজন্য প্রতিটা টুর্নামেন্টেই আমি নিজেকে আরও ঘষেমেজে প্রস্তুত করতে চাই। আমি মনের মধ্যে কোনও আত্মতুষ্টিকে জায়গা দিতে চাই না।"

মেক্সিকো থেকে ফেরার পর কলকাতা বিমান বন্দরে প্রায় ২০০জন তাঁকে অভ্যর্থনা জানান। তবে এসব বিষয় মাথার ভিতর ঢোকাতে নারাজ মেহুলি। তিনি পরিস্কার বলেন, "এসব খেলারই অংশ। প্রতিটা খেলোয়াড়কেই এসব বিষয়ের মুখোমুখি হতে হয়।"

এছাড়া তিনি আরও বলেন, "আমি যত বেশি এইসব বিষয়ে মাথা ঘামাব, ততই আমার খেলা নষ্ট হবে। আমি শুধুমাত্র এই প্রবাহে গা ভাসিয়ে দিতে চাই। দিনের শেষে আমাকে নিজের খেলাটা খেলতে হবে এবং এটার উপরে ফোকাস করতে হবে। সেকারণে আমাকে নিয়ে বর্তমানে যে মাতামাতি হচ্ছে, তা নিয়ে আমি বিন্দুমাত্র মাথা ঘামাতে চাই না।"

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles