19 C
Kolkata
Thursday, December 7, 2023
spot_img

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় প্রধান হিসাবে দায়িত্ব নিলেন ভূপেন্দ্র কাইন্থোলা

অরিন্দম রায়চৌধুরী, কলকাতা, ১৪ই ডিসেম্বর ২০২১ঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় প্রধান হিসাবে দায়িত্ব নিলেন ভূপেন্দ্র কাইন্থোলা। তিনি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের আধিকারিক শ্রী ভুপেন্দ্র কাইন্থোলা আজ কলকাতা পিআইবি কার্যালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় মহানির্দেশক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন। এর আগে শ্রী কাইন্থোলা পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) – এর অধিকর্তা ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শ্রী কাইন্থোলা এক সময়ে চন্ডীগড়ের প্রেস ইনফরমেশন ব্যুরো’তে কাজ করেছেন এবং দিল্লিতে দূরদর্শনের বার্তা বিভাগে অতিরিক্ত মহানির্দেশক (সংবাদ বিভাগ) হিসাবে কাজ করেছেন। এছাড়াও, তিনি ডাইরেক্টোরেট অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিজ্যুয়াল পাবলিসিটি (ডিএভিপি), ডাইরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভালস্ (ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস্‌ অ্যান্ড ইন্ডিয়া প্যানোরমা বিভাগের অধিকর্তা) এবং লোকসভা টিভি (এখন সংসদ টিভি)-তে কাজ করেছেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles