Thank you for reading this post, don't forget to subscribe!
ব্যরাকুপুর, অরিন্দম রায় চৌধুরীঃ ২৮শে জুলাই ২০২১, বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিমতা সাব ট্র্যাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ার, বিপ্লব দাস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প, “সেফ ড্রাইভ, সেভ লাইফ” এর প্রচার করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে কাশ্মীরের লাদাখ পর্যন্ত একটি সাইকেলে যাত্রা করবে। এইদিন সকাল ১১টা নাগাদ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ ডিসি ট্রাফিক সন্দীপ কাররা তাদের শুভেচ্ছার সাথে বিপ্লবের যাত্রার সুচনা করেন। প্রসঙ্গত বিপ্লবকে ২৫১০ কিলোমিটার অতিক্রম করতে হবে সাইকেল চালিয়ে। সময় লাগতে পারে প্রায় তিন মাসের মতন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিমতা সাব ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার্স এর এহেন কর্মে দেখা যায় পুলিশ কর্মীদের মধ্যে গর্বের বাতাবরণ।