ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
১৬ই মার্চ মানব পাচারের অভিযোগে পাতিয়ালা কোর্টের তরফে দোষী সাব্যস্ত করা হল জনপ্রিয় গায়ক দালের মেহেন্দিকে। এদিন আদালতের তরফে জানানো হয়, মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত দালের মেহেন্দিকে ২ বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আদালত নির্দেশ দেওয়ার পরই পাঞ্জাব পুলিশ অভিযুক্ত দালের মেহেন্দিকে গ্রেফতার করেন।
প্রসঙ্গগত ২০০৩ সালে প্রথম দালের মেহেন্দির বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর আরও বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। আর তখন থেকেই শুরু হয় মামলা। যদিও এই মানব পাচার মামলায় পাঞ্জাবের বালভেরা গ্রামের বাসিন্দা বকশিস সিং নামে এক ব্যক্তি দালের মেহেন্দি এবং তাঁর সাথে তাঁর ভাই সামসের বিরুদ্ধেও মামলা দায়ের করেন।
You May Share This