নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ কোভিড – ১৯ এর মত মহামারীর সাথে আমাদের সমাজের যে সকল কোভিদ যোদ্ধারা দিনের পর দিন নিজেদের পরিবার ভুলে সমাজের কল্যানে ব্রতী রয়েছেন তাদের সুনামধন্য গায়িকা ঊর্মি চৌধুরী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “আমার মুক্তি আলোয় আলোয়…”, রবীন্দ্রসঙ্গীত গাইলেন। আবহসঙ্গীতেঃ সান্তজিৎ চ্যাটার্জী।
Thank you for reading this post, don't forget to subscribe!