ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
১৫ই মার্চ বেইজিংয়ে শেষ হয় চীনের ত্রয়োদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রথম অধিবেশন। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন সি চিন পিং সহ সিপিসি’র এবং দেশের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে নব নির্বাচিত সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং ইয়াং বলেন, সিপিপিসিসি’র মনোযোগ দিয়ে সিপিসি’র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা পালন করা, সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তা ধারাকে বিভিন্ন কাজ চালানোর কর্মসূচি হিসেবে নির্ধারণ করা, নিজের দায়িত্ব পালন করা এবং নতুন যুগে গণরাজনৈতিক পরামর্শ শিল্পের উন্নয়নে নতুন অধ্যায় সৃষ্টি করা উচিত।
এছাড়া তিনি আরও বলেন, ত্রয়োদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের দায়িত্ব পালনের প্রাক্কালে সর্বপ্রথম এই নাম এবং এই ব্যবস্থার দায়িত্ব জানা উচিৎ। এমনকি গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জন্ম থেকেই এর সুস্পষ্ট রাজনৈতিক চরিত্র আছে। এর জন্ম থেকে প্রমাণিত হয় যে, চীনের বিভিন্ন ডেমোক্রেটিক পার্টি, বিভিন্ন মহল এবং চীনের বিভিন্ন জাতির জনগণ চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বেছে নিয়েছে। ৭০ বছরব্যাপী বাস্তবতায় দেখা যায়, এই বাছাই সঠিক। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব হলো গণরাজনৈতিক পরামর্শ খাতের উন্নয়নের মৌলিক রাজনৈতিক নিশ্চয়তা এবং নতুন যুগে গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের মৌলিক রাজনৈতিক নীতি বলেই জানান।