Thank you for reading this post, don't forget to subscribe!
B2d Web Desk,পূ:মেদিনীপুর, দিঘাঃ নিউ নর্মালে বড়দিনের ছুটিতে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় ভিড় জমিয়েছে পর্যটকরা। আর সেই খানেই বিপত্তি। সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক মহিলা পর্যটক । ২৬ শে ডিসেম্বর, শনিবার দুপুরের নিউ দিঘার মেরিনা ঘাটের কাছে ওই মহিলা পর্যটক মাঝ সমুদ্রে তলিয়ে যাওয়ার সময় কর্তব্যরত নুলিয়াদের নজরে আসে। তারা সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে স্থানিয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। জানা গিয়েছে মহিলার নাম নেহা পাল চৌধুরী, তিনি নর্থ ২৪ পরগনার কাছরাপাড়া থেকে পরিবারের সাথে দিঘায় বেড়াতে এসেছিলেন। সুত্রের খবর আহত মহিলা পর্যক দিঘার স্টেট জেনারেল হাসপাতালে চিকিসাধিন রয়েছেন।