রামকৃষ্ণ পাল, ঝাড়গ্রাম ; বেঙ্গল টুডে: গ্রামের পাশেই জঙ্গল। সেখানেই আরামে বিশ্রাম নিচ্ছে প্রায় ১৫ ফুটের বিশাল আজগর। জানা জানি হতেই লোকের ভিড় জমতে থাকে। সাথে ছবি তোলা। যদিও এসবের কোনোকিছুতই অজগরের খুব একটা হেলদোল নেই। হালকা রোদ ছায়ায় বিশ্রাম নিতে ব্যাস্ত।
ঝাড়গ্রামের ঘৃতক্ষাম গ্রামের পাশে কাজলার জঙ্গলে বিশাল আকার এই অজগর কে দেখতে পাওয়া যায়। গ্রামবাসীরাই খবর দেয় বনদফতর কে। সাপটাকে উদ্ধার করে বনদপ্তর। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলৈচ্চি জানান ঝাড়গ্রামে প্রায় সব জঙ্গলেই অজগর সহ বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। কোনো কারনে এটা সামনে চলে এসেছিলো। একে আবার গভির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!