পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর:
Thank you for reading this post, don't forget to subscribe!
চোলাই মদ বিক্রি বন্ধ ও জুয়া আসর বন্ধ করতে এবার এলাকার মহিলাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল হিলি ব্লক প্রশাসন। ১৪ই মার্চ বিকেলে হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের মকরামপুর এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন হিলি ব্লকের বিডিও সঞ্জয় সুব্বা, ব্লক ওয়েল ফেয়ার অফিসার প্রশান্ত দত্ত সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন। এলাকায় চোলাই মদ বন্ধ করতেই মহিলাদের দ্বারা এমন উদ্যোগ বলে হিলির বিডিও সঞ্জয় সুব্বা জানিয়েছেন।
সীমান্তবর্তী গ্রাম গুলিতে চোলাই মদের রমরমা থাকে বরাবরই। প্রায় প্রত্যেক বাড়িতেই বিক্রি হয় চোলাই মদ। এর ফলে গ্রামের পরিবেশ থেকে যুব সম্প্রদায়ের মধ্যে প্রভাব পড়ছে। সংসারে বাড়ছে অশান্তি। এবার গ্রাম্য এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ করতে তৎপর হল প্রশাসন। এদিন এলাকার মহিলা ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সচেতনা শিবিরের আয়োজন করা হয়। যেখানে হাজির ছিলেন হিলির বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। চোলাই মদ বিক্রি করলে কি কি ক্ষতি হতে পারে সেই সব তুলে ধরা হয় সচেতনতা শিবিরে। আগামী দিনে আরও বেশী করে এমন সচেতনা শিবিরের আয়োজন করা হবে বলে হিলির বিডিও সঞ্জয় সুব্বা জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৯ই মার্চ পৌরাহার গ্রামের মকরামপুর এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চোলাই মদ ও জুয়া বন্ধের লিখিত আবেদন জানায় হিলি ব্লক বিডিওকে। এর ভিত্তিতে বুধবার জনসাধারণকে সচেতন করে মাঠে নামল হিলি ব্লকের বিডিও।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সরোজনী তপ্নো জানান, এলাকায় চোলাই মদ ও জুয়ার তাণ্ডব বেড়ে চলেছে। এর কবলে পড়ছে কিশোররাও। পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করে না। ফলে বিডিও কাছে লিখিত অভিযোগ করা হয়েছিল। আফগাড়ি দপ্তর রাত্রিতে এসে টাকা নেওয়ার ফলে সুবিধে হয় চোলাই মদ ও জুয়া কারবারীদের।
বিডিও সঞ্জয় সুব্বা বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাহসী পদক্ষেপকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন প্রশাসন তাদের পাশে আছে। তাদের এক সাথে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এই সমাজকে নেশার হাত থেকে নিমূল করা যাবে।