33 C
Kolkata
Wednesday, March 13, 2024
spot_img

মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অপহৃত ছাত্র

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক ছাত্র বাড়ি থেকে বের হয় কিন্তু তারপর থেকেই নিখোঁজ। অবশেষে ১৩ই মার্চ রাতে নিউ কোচবিহার স্টেশন থেকে উদ্ধার করা হয় নিখোঁজ ছাত্রকে। অপহৃত ছাত্রের নাম সুজিত বায়েন।

মূলত ঘটনার দিন অর্থাৎ ১২ই মার্চ পরীক্ষা দিতে যাওয়ার সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে ভুলে গিয়েছিল সে। সার্টিফিকেট আনতে তাই মাঝরাস্তা থেকে বাড়ি ফিরে যাচ্ছিল। সেই সময় এক গাড়ির চালকের সাহায্য চায় সে। ওই চালকই তাকে অন্য রাস্তায় নিয়ে চলে যায়। ফের ১৩ই মার্চ তাকে কোচবিহার স্টেশনের কাছে নামিয়ে দিয়ে যায় ওই চালকই। এমনটাই দাবী করেন সুজিত বায়েন।

তবে পুলিশি সুত্রে দাবী, সুজিতকে কেন অপহরণ করা হল? কেন কোনও মুক্তিপণ চাওয়া হল না? কেনই বা অপহরণকারী নিজে থেকেই তাকে কোচবিহার স্টেশনে পৌঁছে দিয়ে গেল- এই সব মিলিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে এই ঘটনায়। অপরদিকে সুজিতের দাবি কতটা ঠিক, তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles