মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার কি তবে বিজেপিতে? ভাঙতে চাইলেন না মুকুল রায়। তবে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির ইঙ্গিতপূর্ণ মন্তব্য, শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলে তাঁর মঙ্গল হবে। লাভবান হবে বিজেপিও। রাজনীতিক শুভেন্দুর প্রশংসা শোনা গিয়েছে মুকুলের মুখে। বিজেপি নেতার কথায়,”মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে শুভেন্দু। আমি তাঁর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিগত দশকে আমার দেখা গণআন্দোলন থেকে উঠে আসা নেতা শুভেন্দুই। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলে ওঁর মঙ্গল হবে। বিজেপির পক্ষেও ভালো হবে।”
Thank you for reading this post, don't forget to subscribe!
তৃণমূল থেকে নেতা আসায় দলে দ্বন্দ্ব হবে না? মুকুলের জবাব,”বহু মানুষের সংমিশ্রণে তৈরি হয়েছে বিজেপি। দলে যোগ্যতা অনুযায়ী কাজ করেন সবাই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও তো যোগ দিয়েছেন। তাতে দলের কি ক্ষতি হয়েছে? বরং লাভই হয়েছে। তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মিহির গোস্বামী যোগ দিয়েছেন বিজেপিতে। ২০২১ সালের নির্বাচনে বাংলার মানুষ এই সরকারের প্রতি বিরক্ত। তাঁরা বীতশ্রদ্ধ।”
উল্লেখ্য, এ দিন ১ঃ০৫ মিনিটে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, দলের তরফে তাঁকে ইস্তফাপত্র প্রত্যাহারে চাপ দেওয়া হয়েছিল। তবে অনড় থাকেন শুভেন্দু অধিকারী। বিকেলে শুভেন্দুর ইস্তফাপত্র গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।