বনধ প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘এখনও পর্যন্ত ধর্মঘট বেশিরভাগ ক্ষেত্রেই সফল। তৃনমূল কোথাও কোথাও ঝামেলা করেছে।’ ‘রাজ্যে বনধ সফল দাবি অশোক ভট্টাচার্যেরও। তিনি বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে ধর্মঘটের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এই ধর্মঘটের মধ্যেই মানুষ একটি বিকল্প শক্তির সন্ধান পেল। তৃণমূল-বাম-কংগ্রেসকে একসঙ্গে আক্রমণ করেছেন দিলিপ ঘোষ। তিনি বলেন, ‘হঠাৎ তৃনমূল-এর কেন মনে হল CPIM ও কংগ্রেসকে পাশে চাই। ওরা মহাজোটের দিকে যাচ্ছে। আমরা যেমন দিল্লি, বিহারে মহাজোটকে হারিয়েছি এখানেও হারাব।’