33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

ব্যারাকপুরে ছাত্রদের মাঝে হেলমেট বিতরণ করে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” এর সচেতনতা অনুষ্ঠান

অরিন্দম রায় চৌধুরী, ব্যারাকপুরঃ

ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের তৃনমুল ছাত্র পরিষদ এর উদ্যোগে কলেজ গেটে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত হয়ে একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মনোজিৎ রায়,ব্যারাকপুর থানার আধিকারিক দেবনাথ সাধুখাঁ , ব্যারাকপুর ট্রাফিকের ওসি সেন্ট্রাল রাজেশ মন্ডল , ওসি ব্যারাকপুর ট্রাফিক গার্ড বিজয় ঘোষ, তৃনমুল নেতা মনীষ শুক্লা, ও তৃনমুল ছাত্র পরিষদ নেতা বিষ্টু সিং।

[espro-slider id=2134]

এইদিন উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক ছাত্রের হাতে হেলমেট তুলে দেওয়া হয় । কলেজ অধ্যক্ষ বলেন, “আমরা চাই যাতে সকল ছাত্র ছাত্রীরা যারা মোটরবাইক বা স্কুটি ব্যবহার করেন তারা হেলমেট পরে যেন কলেজে আসে। এটা ১০০ শতাংশ করাই আমাদের চেষ্টা।”  মনীষ শুক্লা বলেন, “আমাদের প্রতিটি মানুষের কাছে অনুরোধ যাতে তারা হেলমেট পরে গাড়ি চালান আর এটা ছাত্ররাই পারে সবাইকে পথ দেখাতে তাই ছাত্রদের দিয়ে শুরু করতে কলেজে এই অনুষ্ঠানটি আয়োজন করা এবং আমাদের দায়িত্ব সবাই যেন হেলমেট পরে সেটা দেখা।” মনীশ শুক্লা তার বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত পুলিশ আধিকারিকদের অনুরোধও করেন, “মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পকে আমাদেরই সার্থক রূপ দিতে হবে তাই কেউ যদি আইন অমান্য করে আর কারোর নাম নিয়ে প্রভাব খাটাতে চেষ্টা করে তাহলে যেন তাকে না ছাড়া হয়ে। কারণ আইন আইনের মতই চলুক আমি এটা চাই। আমরা এও চাই সবাই পুলিশের ভয় হেলমেট না পড়ে, তারা তাদের প্রাণ বাঁচাবার জন্য হেলমেট পড়ুক আর এটাই আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন।”

মোটের উপর এই দিন প্রায় ছয় শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে এই ধরনের অনুষ্ঠান যে আগামী দিনে ভালই ফল দেবে তা এক বাক্যে স্বীকার করে নিয়েছে পুলিশ আধিকারিকরাও। এখন দেখার আগামী দিনে সত্যিই কি ফল দেয় ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র ইউনিয়ন দ্বারা আয়োজিত এই অনুষ্ঠান।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles