35.8 C
Kolkata
Thursday, April 25, 2024
spot_img

পাইলট মানেননি কাঠমান্ডু এটিসির নির্দেশ

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

১২ ই মার্চ নেপালে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়। তবে বর্তমানে এই ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, বিমানের পাইলট কাঠমান্ডু এটিসির নির্দেশ অমান্য করেন যার দরুন এই দুর্ঘটনা ঘটে।

যদিও এই ঘটনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের সিইও ইমরান আসিফের অভিযোগ, কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোল ভুল সংকেত দেয়। অপরদিকে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে দাবী করেন, বিমান চালক তাদের বার্তা অমান্য করে ভুল দিকে নেমে পড়েন। বিমানটি নামার অনুমতি পাওয়ার একটু পরেই চালক বলেন, তিনি উত্তর দিক দিয়ে নামতে চান। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার তাঁকে জিজ্ঞাসা করে, কোনও গন্ডগোল হয়েছে কিনা, তিনি বলেন, না।

এছাড়া আরও বলেন, বিমানটি রানওয়ের ওপর দিয়ে ঠিকভাবে দৌড়চ্ছিল না। টাওয়ার থেকে বারবার জানতে চাওয়া হচ্ছিল, চালক সুস্থ আছেন কিনা। তিনি ইতিবাচক জবাব দেন। মূলত পাইলটের সঙ্গে এটিসির কথোপকথনের একটি রেকর্ডও সামনে আসে, যেখানে বিমান কোনদিকে নামা উচিত তা নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে বিমান চালকের মতানৈক্য ছিল।

উল্লেখ্য বিগত ৩০ বছরে এটিই সবথেকে ভয়ঙ্করতম বিমান দুর্ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জন মারা যান এবং ৭১ জন আহত হন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles