39 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

বাঘ ধরতে গিয়ে মৃত দুই বনদপ্তর কর্মী

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

বেশ কিছুদিন ধরেই আতঙ্কে দিন কাটছে গোয়ালতোড়ের গ্রামবাসীদের। কারন গোটা গোয়ালতোড় জুড়ে এখন একটাই আতঙ্ক 'বাঘ'। মূলত বাঘের আতঙ্কে নাজেহাল গ্রামবাসী থেকে বনদপ্তরের কর্মী সকলেই। আর এই বাঘ ধরতে গিয়েই ১২ই মার্চ রাতে বাঘের জন্য পাতা খাঁচার পাশে রহস্যজনকভাবে মৃত্যু হয় বনদফতরের দুই কর্মীর। প্রসঙ্গগত ঘটনার দিন দুপুরে যে এলাকায় দুই বনকর্মী পাহারায় ছিলেন, ওই এলাকাতেই বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল।

সম্প্রতি এই এলাকায় দেখা মেলে তাঁর পায়ের ছাপ। তবে লোকচক্ষুর সামনে আসতে নারাজ তিনি। তাঁর এই আচরনেই রাতের ঘুম ছুটছে বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীদেরও। আর তাই বাঘ ধরতে গোয়ালতোড়ের হামারগোড়ার জঙ্গলে খাঁচা পাতা হয়। ১২ই মার্চ রাতে গোয়ালতোড়ের হামারগোড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলি সহ বন্ধুক হাতে নিয়ে পাহারায় ছিলেন দুই বনকর্মী। কিন্তু ১৩ই মার্চ সকালে সেখানে তাদের দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। কিন্তু ওই দুই বন দফতর কর্মীর দেহে কারোরই কোন আঘাতের চিহ্ন নেই। তাহলে কিভাবে মৃত্যু হয় বন দফতর কর্মীদের?

পুলিশের প্রাথমিক অনুমান ওই দুই বনদফতর কর্মীর দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে গোটা ঘটনা খতিয়ে দেখছেন গোয়ালতোড় থানার পুলিশ। অপরদিকে এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পারদ যে আরও কয়েকগুণ চড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles