ওয়েবডেস্ক, হুগলীঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
ফের শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। হুগলির চুঁচুড়ায় বিজেপি ও সিপিএম ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন দেড় শতাধিক কর্মী। সিপিএমের ব্যান্ডেল লোকাল কমিটির সদস্য আওলাত আলি, দৌতল আলির নেতৃত্বে শতাধিক কর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি থেকেও ৫০ জন কর্মী তৃণমূলে যোগ দেন এদিন।
সোমবার এক অনুষ্ঠানে চুঁচুড়ার বিধায়ক দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান করলেন দেড় শতাধিক নেতা-কর্মী। তৃণমূলের তরফে দাবি করা হয়, বাম-বিজেপি ছেড়ে দেড় শতাধিক কর্মীর যোগদানে অবশ্যই পঞ্চায়েতের আগে শক্তিশালী হবে তৃণমূল। একইসঙ্গে এই যোগদান বিরোধী শিবিরের কাছে বড় ধাক্কাও।
তৃণমূল কংগ্রেসে যোগদান করে আওলাত আলিরা বলেন, ‘মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে বামেদের অস্তিত্বরক্ষাই এখন চ্যালেঞ্জের মুখে। ক্রমশই মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সিপিএম। এই অবস্থায় মানুষের কাজ করার জন্যই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি আমরা।’ তিনি বলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলের পতাকা তুলে নিলাম।’ এদিকে হাওড়ার শ্যামপুরে বাম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান শতাধিক কর্মী। বিজেপির গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক জানান বিজেপিতে যোগদানের কথা।