শান্তনু বিশ্বাস, অশোকনগর:
Thank you for reading this post, don't forget to subscribe!
উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার অন্তর্গত গুমা তাজপুর নবপল্লী এলাকায় বছর ১৩ মানসিক ভারসাম্যহীন এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল বছর ৭০ এর প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের নাম অভয় সিং। পেশায় ভ্যান চালক।
অভিযোগ, ১১ই মার্চ সন্ধ্যাবেলায় চতুর্থ শ্রেণীর মানসিক ভারসাম্যহীন ওই ছাত্রী তাঁর বাড়ি থেকে কিছু দূরে একটি বিয়ে বাড়ির উঠোনে খেলছিল। আর ঠিক সেই সময় পাড়ার দাদু অভিযুক্ত অভয় সিং ভ্যান নিয়ে বাড়ি দিকে যাচ্ছিলো তখন ওই ছাত্রী বাড়ি যাবার জন্য দৌড়ে ভ্যানের পেছনে ওঠে। কিন্তু তাকে বাড়ির সামনে না নামিয়ে ভ্যান চালিয়ে দাদু তার নিজের বাড়িতে নিয়ে যায় ওই মেয়েটিকে। এবং বাড়িতে কেউ না থাকায় ওই মানসিক ভারসাম্যহীন ছাত্রীকে জোর করে ধর্ষণ করে অভয় সিং। এরপর শিশুটি সন্ধ্যার সময় কাঁদতে কাঁদতে বাড়িতে যাবার সময় পাড়ার এক ঠাকুমাকে সমস্ত ঘটনা খুলে বলে। মূলত এরপরই ওই ঠাকুমা শিশুটির বাড়িতে গিয়ে সব কথা বললে ঘটনার দিন রাতেই অভিযুক্ত অভয় সিং এর নামে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়।
উল্লেখ্য অভিযুক্ত অভয় সিং ৭ বছর আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ দিন জেল খেটেছে বলেও জানা যায়। বর্তমানে অভিযুক্তকে পুলিশি হেপাজত চেয়ে ১২ই মার্চ বারাসাত আদালতে তোলা হবে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।