ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
১২ই মার্চ মুম্বাইয়ে লঞ্চ হয়ে গেল বরুন-বনিতার ছবি ‘অক্টোবর’ এর ট্রেলার। ট্রেলারে বরুন ধবনের অভিনয়ের কয়েক ঝলক মন টানছে সকলের। আর তাঁর চরিত্রের নাম ড্যান এবং বনিতার চরিত্রের নাম শিউলি। তবে ছবির নাম ‘অক্টোবর’ এই নামটির মাঝে o এর জায়গায় রয়েছে একটি শিউলি ফুল।
উল্লেখ্য পরিচালক সুজিত সরকার বরাবরই অন্য ধারার ছবি করেন। আর তাঁর এই অন্য ধারার ভাবনাচিন্তায় যিনি তাকে সাহায্য করে আসছেন তাঁর নাম জুহি চতুর্বেদী। তবে বরুন ধবনের সাথে প্রথমবার কাজ করছেন সুজিত এবং বনিতা সান্ধু তারই আবিস্কার। এই প্রথমবার মডেল বনিতাকে বড় পর্দায় নিয়ে আসছেন সুজিত সরকার।