
দেবকে আক্রমণ
ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে আক্রমণ করে ভারতী ঘোষ বলেন, ২০১৯-এর লোকসভা ভোটে ঘাটালের মানুষ ভুল করেছিল। তিনি আরও বলেন, স্থানীয় মানুষ এমন একজনকে সাংসদ করেছিল, যাঁকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমা হলে যেতে হয়। ভারতী ঘোষ দাবি করেন, তিনি সাংসদ হলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এনদিনে সম্পন্ন হয়ে যেত।
Thank you for reading this post, don't forget to subscribe!

রাজ্যে সন্ত্রাসের পরিবেশ
এর পাশাপাশি রাজ্যের শাসকদলকেও আক্রমণ করেন ভারতী ঘোষ। তিনি বলেন, রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। তৃণমূল নেতাদের বাড়ি থেকে ভুরি ভুরি বোম পাওয়া যাচ্ছে।

রাজ্যপালের পাশে ভারতী ঘোষ
বিভিন্ন মন্তব্যের জন্য তৃণমূলের আক্রমণের মুখে পড়ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এব্যাপারে ভারতী ঘোষ বলেন, রাজ্যপাল সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে রাজ্যপালকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করেন তিনি।

রাজ্যপালকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
রাজ্যপালকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধনখড়কে তিনি থার্ডগ্রেডের রাজ্যপাল বলেও বর্ণনা করেছেন। কল্যাণের আরও অভিযোগ ধনখড়ের কোনও সাংবিধানিক জ্ঞান নেই। তাঁকে মানসিক হাসপাতালে নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন কল্যাণ।