Thursday, March 23, 2023
spot_img

রাজ্যসভার পর লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি, কৃষি বিল ইস্যুর মাঝেই করোনার জেরে বড় সিদ্ধান্ত

রাজ্যসভার অনির্দিষ্টকালের জন্য মুলতুবির ঘোষণা সকালেই হয়েছিল। তারপরই গুলাম নবি আজাদের নেতৃত্বে বিরোধী শিবিরের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে বিকেল ৫ টায় বৈঠকে বসেন । কৃষি বিল নিয়ে গত কয়েকদিন সংসদ উত্তেজনার ছবি দেখেছে। এবং তারপর কৃষি বিলের প্রতিবাদ সংসদের বাইরেও হয়েছে। এমন এক পরিস্থিতি তৈরি হয় করোনাকালের মাঝেই।

এদিন কৃষি বিল পর্বে পর করোনা পরিস্থিতির জেরে লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হল। উল্লেখ্য়, এই ঘোষণার পরই বাদল অধিবেশনে ৭ দিনের কমতি দেখা দিল। এদিকে, কৃষি বিল নিয়ে দেশজুড়ে উত্তেজনার মাঝেই এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিরোধিরা জানিয়েছে বিলটি সম্পূর্ণ অসংবিধানিক।

এদিকে, সংসদের উচ্চকক্ষে আজ অকোপেশনাল সেফটি, হেল্থ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড ২০২০ সহ একাধিক শিল্পক্ষেত্র বিষয়ক বিল পাশ হয়। যে বিলগুলি লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়ে রয়েছে। এই বিল পাশ হওয়ার পরই রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles