Thank you for reading this post, don't forget to subscribe!

কী ঘটেছে?
এর আগে মঙ্গলবার মধ্য কাশ্মীরের একটি জায়গায় জঙ্গি নিধনের অপারেশন চালায় সেনা। বুদগামের চরার-ই-শরিফ এলাকায় প্রবল গোলাগুলির পর এক এনকাউন্টারে সেখানে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

রাতের অন্ধকারে গুলি
মধ্য কাশ্মীরের বুদগামের খাগ এলকার কাউন্সিলর ভুপিন্দর। তিনি একটি কাজ সেরে বাড়ি ফেরার সময়ই এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এই বুদগামেই গতকাল সেনার একটি অপারেশনে নিকেশ করা হয় বহু জঙ্গিকে।

রাতের অন্ধকারে গুলি
মধ্য কাশ্মীরের বুদগামের খাগ এলকার কাউন্সিলর ভুপিন্দর। তিনি একটি কাজ সেরে বাড়ি ফেরার সময়ই এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এই বুদগামেই গতকাল সেনার একটি অপারেশনে নিকেশ করা হয় বহু জঙ্গিকে।

পুলওয়ামাতে গুলি চালনা
ফের খবরে কাশ্মীরের পুলওয়ামা। যে জায়গায় ২ বছর আগে সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার রক্তাক্ত ঘটনা ঘটে যায়। সেই পুলওয়ামাতেই এদিন নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য় করে জঙ্গিরা গুলি চালায় বলে খবর। পুলওয়ামার ছাতপোরা এলাকায় কয়েকজন জঙ্গি গাড়ি থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করতে করতে এগিয়ে যায়। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।