আবুধাবিতে রোহিত শর্মার ব্যাটে ঝড়। ৫৪ বলে বিধ্বংসী ৮০ রানের ইনিংস খেলে নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বইকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন হিটম্যান।
৬টি ছক্কা ও ৩টি বাউন্ডারির সাহায্যে এদিন মারকাটারি ইনিংস খেললেন রোহিত। ইনিংসে ছটি ছক্কা হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে ২০০ ছক্কার ক্লাবেও ঢুকে পড়লেন। ম্যাচ জিততে নাইট রাইডার্সের টার্গেট ১৯৬ রান। এই রান তাড়া করতে নেমে কেকেআরের হয়ে ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গে শুভমান গিল নেমেছেন।

ভালে খেলেও অল্পের জন্য এদিন হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন সূর্যকুমার যাদব। তিন নম্বরে নেমে ২৮ বলে সূর্য ৪৭ রানের দামি ইনিংস খেলেন। রান চুরি করতে গিয়ে রান আউট তিনি হয়ে মাঠ ছাড়েন।
নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানে ইনিংস শেষ করে। ম্যাচে মুম্বইয়ের হয়ে দ্বিতীয় উইকেটে রোহিত-সূর্যকুমার যাদব ৯০ রান যোগ করেন।
অন্যদিকে আইপিএলে বল হাতে শুরুটা ভালো করতে পারল না কেকেআর। প্যাট কামিন্স এদিন ৩ ওভারে ৪৯ রান খরচ করলেন। ৩টি চার ও ৪টি ছক্কা হজম করেছেন কামিন্স। যার মধ্যে রোহিত শর্মা তাঁকে এক ওভারে দুটি ছক্কা হাঁকান। নাইটদের পেসারদের মধ্য়ে শিবম মাভি ২টি উইকেট নিয়েছেন।নারিন ৪ ওভারে ২২ রান খরচে ১টি উইকেট পান।
উল্লেখ্য ২০১৩ সাল থেকে টানা ৭ মরসুম আইপিএলের প্রথম ম্যাচ হারেনি কলকাতা নাইট রাইডার্স। এদিন সেই ধারা ধরে রেখে দীনেশের দল আটে আট করতে পারবে কিনা, সেটাই এখন দেখার। মুম্বইয়ের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে নাইট ফ্যানেরা নারিন-গিল,দ্রে রাসদের ব্যাটের দিকে তাকিয়ে।